Surprise Me!

Facebook Suspends Donald Trump \'s Account: অনির্দিষ্টকালের জন্য ফেসবুক অ্যাকাউন্ট \'ব্যান\' ডোনাল্ড ট্রাম্পের

2021-01-08 13 Dailymotion

প্ররোচনামূলক টুইট করার অভিযোগে ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। একইভাবে ১২ ঘণ্টার জন্য ব্লক হয়েছে ট্রাম্পের ফেসবুক পেজও। এই প্রসঙ্গে টুইটারের তরফে মোসেরি জানিয়েছেন, “আমরা ২৪ ঘণ্টার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছি।” একইভাবে নীতি লঙ্ঘনের অভিযোগে ব্লক করে দেওয়া হয়েছে ট্রাম্পের ফেসবুক পেজও। টুইটারে এই প্রসঙ্গে ফেসবুক নিউজ রুম এক পোস্টে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক পেজের বিরুদ্ধে দুটি নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ফল স্বরূপ ২৪ ঘণ্টার জন্য তিনি ফেসবুক পেজে কিছু পোস্ট করতে পারবেন না। এদিকে এক বিবৃতি জারি করে টুইটার জানিয়েছে, ওয়াশিংটন ডিসি-তে নজিরবিহীন হামলার ঘটনার কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে। ট্রাম্পের প্ররোচনামূলক টুইট আমাদের সিভিক ইন্টিগ্রিটি পলিসি-র বিরোধী। তাই সাময়িকভাবে অ্যাকাউন্টটি ব্লক করা হল। তবে ফের যদি একই কাজ করেন তিনি তাহলে তাঁর অ্যাকাউন্ট পাকাপাকিভাবে বন্ধ করে দেবে টুইটার।\'

Buy Now on CodeCanyon